২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

0
296

খবর ৭১ঃআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সেপ্টেম্বর মাসে বিচারিক আদালত থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় আসবে।

রবিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্সে লাউঞ্জে ২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, আসামি বাবরের যুক্তিতর্ক চলছে। ২৬, ২৭ ও ২৮ আগস্টের মধ্যে যুক্তিতর্ক শেষ হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ৫২ জন আসামি। যার মধ্যে ১৭ জন পলাতক রয়েছে। ২২৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, যুদ্ধাপরাধী সকলের বিচার হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারও হবে।

এ সময় বিএনপির উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আপনারা (বিএনপি) যদি চান জিয়াউর রহমানের হত্যার বিচার করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা কেন ষড়যন্ত্রের গন্ধ পাই এটা সবাই জানে না। কারণ, বিএনপির জন্ম ষড়যন্ত্রের মধ্য দিয়ে হয়েছে। ২১ আগস্ট মামলার তদন্তে অনেক তথ্য বেরিয়ে এসেছে। সেখানে ৭১, ৭৫ এর ষড়যন্ত্রকারীরা চলে এসেছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here