আমি বিএনপি জোটের দায়িত্ব নিতে প্রস্তুত: কর্নেল অলি

0
335

খবর৭১ঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, বর্তমানে খালেদা জিয়ার পক্ষে জেলে থেকে আমাদেরকে নির্দেশ দেয়া সম্ভব নয়। তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকেই দায়িত্ব নিতে হবে এবং আমি সেই দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত। বসে থাকলে চলবে না, এগিয়ে যেতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি। বিএনপি নেতাদেরকে অনুরোধ করবো- হয় আপনারা নেতৃত্ব দেন, না হলে আমাদের নেতৃত্ব গ্রহণ করুন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘মধ্যবর্তী নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

জোটকে শক্তিশালী করতে নিজের প্রস্তুতির কথা জানিয়ে অলি আহমদ বলেন, বিএনপি নেতাদের প্রতি অনুরোধ, সবাই এক জায়গায় একত্রিত হোন। আমাদের হাতকে শক্তিশালী করেন। না হলে আপনাদের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে বলেন, আমরা সেটা করতে রাজি আছি।

তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি মুক্তিযুদ্ধে জীবন দিতে পারি নাই, এবার স্বৈরশাসকের হাতে জীবন দিতে প্রস্তুত আছি। বিএনপির যারা আছেন আপনারা নিজেদের মধ্যে কথা বলেন। কারা কারা আসবেন আমাদের সঙ্গে আসেন।

অলি আহমদ আরও বলেন, এলডিপিকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আপনারা নতুনভাবে এটার নামকরণ করেন। আমার নেতৃত্বে আসতে হবে এটাও না। আপনাদের মধ্যে যদি কেউ নেতৃত্ব দিতে পারেন তার নেতৃত্বেও আমরা কাজ করতে প্রস্তুত। যার গ্রহণযোগ্যতা রয়েছে জাতির কাছে, যিনি জাতির সঙ্গে বেঈমানি করেন নাই, যার অভিজ্ঞতা রয়েছে, যে কারও সঙ্গে আপস করবেন না, দুর্নীতির কাছে মাথা নত করবে না- এমন ব্যক্তির নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে আমার কোনো আপত্তি নেই।

বিএনপি সংসদে শপথ নিয়ে সরকারের বৈধতা দিয়েছে মন্তব্য করে এলডিপি সভাপতি বলেন, আজকে এখানে ২০ দলীয় ঐক্যজোটের অনেকেই আছেন। আপনাদেরকে অনুরোধ করব অন্যদিকে তাকানোর সুযোগ নেই। আপনারা এখানে মধ্যবর্তী নির্বাচনকে বিভিন্নভাবে ব্যাখা দেয়ার চেষ্টা করেছেন। আসলে আপনাদের এটার মূল স্পিরিটটা দেখতে হবে। বিএনপি সংসদে গিয়েছে-এটাই হলো বাস্তবতা। বিএনপি এই সরকারকে বৈধতা দিয়েছে, এটাই হলো বাস্তবতা।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন মানে হলো এইটা না যে আড়াই বছর পরে হবে। এটা কালকেও হতে পারে, পরশুদিনও হতে পারে। আপনাদেরকে কে বলেছে আগামী নির্বাচনও এই সরকারের অধীনে হবে। এই সরকারের অধীনে তো আমরা নির্বাচন করে দেখলাম, এরা তো দিনের বেলায়ও কখনও নির্বাচন করে না। কারণ তারা দিনের বেলায় আলোতে ভয় পায়, তাই রাতের অন্ধকারে স্বাচ্ছন্দ বোধ করে। এরা নিশাচর, তাই আমাদেরও মশাল হাতে নিয়ে বের হতে হবে। নিশাচরদের তালাশ করে বের করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here