২০৪৭ সালে আবারও ভারত বিভাগের শঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা

0
276

খবর৭১:২০৪৭ সালে আবারও ভারত বিভাগের শঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রোববার এক টুইট বার্তায় তিনি এ শঙ্কার কথা জানান।

তবে ধর্ম বা জাতি বিদ্বেষের কারণে নয়, এবার জনসংখ্যার কারণে ভারত বিভক্তির শঙ্কা দেখছেন তিনি। তবে তিনি কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসেন। সেই সূত্রে সংবিধানের ৩৫এ ধারার প্রসঙ্গও তুলে আনেন গিরিরাজ। এই ধারা অনুযায়ী কাশ্মীরের বাইরের কোনো ব্যক্তি রাজ্যটিতে জায়গা জমি ক্রয় করতে পারেন না। ওই প্রসঙ্গ টেনে গিরিরাজ আরও বলেন, ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল ১৯৪৭ সালে। একই সমস্যা হবে একশ বছর পর ২০৪৭ সালেও। গত ৭২ বছরে দেশের জনসংখ্যা ৩৩ কোটি থেকে বেড়ে হয়েছে প্রায় ১শ ৩৬ কোটি। এ জন বিস্ফোরণ থামাতে এখনই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here