২০১৯ বিশ্বকাপে হট ফেভারিট পাকিস্তান: ফখর জামান

0
574

খবর৭১ঃগেল বছর ইংল্যান্ডের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। প্রথমবারের মতো দেশকে সেই ট্রফির স্বাদ দেয়ার নেপথ্য কারিগর ছিলেন ফখর জামান। ইংলিশ কন্ডিশনেই হবে আগামী ওয়ানডে বিশ্বকাপ। তার দাবি, আসছে ২০১৯ বিশ্বকাপে হট ফেভারিট পাকিস্তান।

মিকি আর্থারের অধীনে দুর্দান্ত খেলছে পাকিস্তান। দলের প্রতিটি বিভাগে রয়েছে দারুণ সমন্বয়। সম্প্রতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে সরফরাজ বাহিনী। পরে জিম্বাবুয়েকে নাকানিচুবানি খাইয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ তারা। এসবে রেকর্ডের নহর বইয়েছেন ফখর।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে বাঁহাতি হার্ডহিটার বলেন, দলের মধ্যে দারুণ সমন্বয় গড়ে উঠেছে। তারই ফল পাচ্ছি। আমি মনে করি, পাকিস্তান সঠিক পথেই আছি। কেবল অংশগ্রহণ নয়, বিশ্বকাপ জয়ের প্রত্যয়েই ইংল্যান্ড পাড়ি জমাব আমরা। ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার এই দলটি। আমাদের পারফরম্যান্স তো সেই কথায় বলে।

তবে আপাতত বিশ্বকাপ চিন্তা ঝেড়ে ফেলে এশিয়া কাপ নিয়েই মাথা ঘামাতে চান ফখর। কারণ, কদিন পরই শুরু হয়ে যাবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এখন তার সব ভাবনা সন্নিকটে থাকা প্রতিযোগিতাটিকে ঘিরেই, এই মুহূর্তে আমার চিন্তা এশিয়া কাপ নিয়ে। ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। তবে সেটা নিয়ে পরিকল্পনার সময় এখন নয়। সেজন্য হাতে পর্যাপ্ত সময় আছে। বর্তমানে আমাদের এশিয়া কাপ নিয়েই ভাবতে হবে।

রঙিন পোশাকে দ্যুতি ছড়িয়েই চলেছেন ফখর। তবু টেস্টের দরজা খোলেনি তার। এখনো ক্রিকেটের অভিজাত সংষ্করণে অভিষেক ঘটেনি সম্ভাবনাময়ী তরুণের। আর সবার মতো তার লক্ষ্যও সাদা পোশাকে জাতীয় দলের হয়ে খেলা।

জুমজুমখ্যাত জামান বলেন, টেস্টে আলাদা স্কিল এবং মনোযোগ লাগে। আমার ইচ্ছা লংগার ভার্সনেও দলে নিয়মিত হওয়া। বলতে পারেন, এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এখন সুযোগের অপেক্ষায় আছি। এজন্য সবকিছু করতে প্রস্তুত আমি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here