২০দলীয় জোটের প্রার্থী ফরিদুজ্জামানের লোহাগড়া নির্বাচনী অফিস ভাংচুর করেছে ছাত্রলীগ

0
1280

এসকে,এমডি ইকবাল হাসান লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে ২০দলীয় জোটের প্রার্থী এ,জেড,এম ফরিদুজ্জামানের নির্বাচনী অফিস ভাংচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার(১১ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে লোহাগড়া বাজারের শীতলা মার্কেটের দোতলায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ৩ টায় লোহাগড়া উপজেলা বিএনপির বর্ধিতসভা লোহাগড়া বাজারস্থ শীতলা মার্কেটের দোতলায় দলীয় অফিসে শুরু হয়। ২০দলীয় জোটের প্রার্থী এ,জেড,এম ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক পাবার পরে ওই অফিসে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। সভা চলাকালে হঠাৎ লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে ৩০/৪০জনে ওই অফিসে ঢুকে ভাংচুর শুরু করে। তারা ৫০/৬০ টি চেয়ার,টেবিলসহ টেলিভিশন,ফ্যান ভাংচুর করে এবং গালিগালাজ করে।।
এসময় কুশলসহ দু-তিনজন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। হামলা শুরু হলে বিএনপিসহ জোটের নেতা-কর্মীরা অফিস ত্যাগ করে। পরে ২০দলীয় জোটের প্রার্থী এ,জেড,এম ফরিদুজ্জামান ফরহাদ এর বাড়িতে অসমাপ্ত বর্ধিত সভা এবং ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ,জেড,এম ফরিদুজ্জামান ফরহাদ অভিযোগ করেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদের নেতৃত্বে একদল ছাত্রলীগ দূর্বৃত্ত হঠাৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট করেছে। তিনি জানান, এ বিষয়টি জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক, লোহাগড়া থানার ওসি সহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। এ,জেড,এম ফরিদুজ্জামান ফরহাদ ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি জিএম নজরুল ইসলাস,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, ভাইচ চেয়ারম্যান সালেহা বেগম, জেলা বিএনপির সহসভাপতি আকরামুজ্জামান মিলু সহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নেই।লোহাগড়া উপজেলা যুবলীগের সদস্য রবিউল কবির এ হামলার প্রতিবাদ জানিয়ে বলেন,ছাত্রলীগ নামধারী দুর্বৃত্তরা এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। আওয়ামীলীগের প্রার্থী মাশরাফি-বিন-মর্তুজার ভাবমূর্তি ক্ষুন্ন করবার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, ওইটা বিএনপির অফিস না। একটি রেস্টুরেন্ট। কয়েকটি চেয়ারটেবিল ভাংচুর করা হয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here