১৮ মে বুদ্ধ পূর্ণিমার দিন ভারতে জঙ্গী হামলার আশঙ্কায় সতর্কতা জারি

0
365

খবর ৭১ঃ একাধিক জায়গায় জঙ্গী হামলার আশঙ্কায় ভারতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারই জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া রিপোর্টের ভিত্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে। ১৮ মে বুদ্ধ পূর্ণিমার দিনই ভারত, বাংলাদেশ ও মিয়ানমারে জঙ্গী হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এই হামলাগুলি বড় আকারে করতে ইতিমধ্যেই ছক কষেছে জঙ্গিরা। ইতিমধ্যেই নেপাল সীমান্ত দিয়ে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় তিনজন জঙ্গি প্রবেশ করেছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। সূত্রের খবর, সাজিদ মীর নামে এক জঙ্গি তিনজন বিদেশি জঙ্গিকে নেপালের কাঠমান্ডু থেকে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় পাঠিয়েছে। বান্দিপোরাই তাদের কাছে সুরক্ষিত জায়গা বলে সেখানে পাঠানো হয়েছে। এদিকে গোয়েন্দাদের রিােপর্টে উঠে এসেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) কিছু তরুণীকে আত্মঘাতী বোমারু হওয়ার প্রশিক্ষণ দিয়ে হামলার জন্য প্রস্তুত করেছে। তাদেরকে দিয়েই ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের বৌদ্ধ মন্দিরকে টার্গেট করা হয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কার চার্চে ঘটে যাওয়া জঙ্গী হামলা পর্যবেক্ষণ করতে গিয়ে এই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here