১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

0
260

খবর ৭১ঃ প্রথমবারের মতো ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অতিক্রমের খবর জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বুধবার রাত ৮টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ১২ হাজার মেগাওয়াট অতিক্রম করেছে। তখন উৎপাদন ছিল ১২ হাজার ৫৭ মেগাওয়াট।

পিডিবির পরিচালক সাইফুল হাসান চৌধুরী বলেন, এটিই দেশের সর্বোচ্চ উৎপাদন। গত বছর সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ১১ হাজার ৬২৩ মেগাওয়াটের। এরপর বুধবারই ৪৩৪ মেগাওয়াট একদিনে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। গ্রীষ্ম এবং রমজানকে সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ মনোযোগ দিয়েছে সরকার। ইতোমধ্যে সব উৎপাদন এবং বিতরণকারী কোম্পানির সঙ্গে বৈঠক করে বিশেষ নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। রমজানে এবং গ্রীষ্মে বিদ্যুৎ পরিস্থিতি অন্য সময়ের মতোই স্বাভাবিক রাখার তাগিদ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here