১২ জুন সিঙ্গাপুরেই ট্রাম্প-কিম বৈঠক

0
473
খবর৭১: অবশেষে ১২ জুনই অনুষ্ঠিত হবে বহুল আলোচিত ট্রাম্প-কিম বৈঠক। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের ‘ডানহাত’ খ্যাত কিম ইয়ং-চোলের সঙ্গে শুক্রবার এক বৈঠকের পরপরই এ খবর নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ১২ জুনই আমরা সিঙ্গাপুরে বৈঠক করবো। ঠিকঠাক মতোই সব হচ্ছে।
গত এপ্রিলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনার অবসানের পর ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠক ঘোষিত হয়। কিন্তু ক’দিন আগে আকস্মিকভাবে ট্রাম্প এই বৈঠক বাতিলের ঘোষণা দেন।
কিম ইয়ং-চোলের তার নেতা কিম জন উনের একটি চিঠি ট্রাম্পের কাছে পৌঁছে দেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া প্রতারণার আশ্রয় নিয়েছিল কি-না, তা নিশ্চিত নয়। তবে যে চিঠিটা কিম দিয়েছেন তা আকর্ষণীয় এবং এর কিছু ক্ষেত্রে সঠিকও।’ যদিও চিঠিটি তিনি পড়েননি এবং উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয় নিয়ে দূত চোলের সঙ্গে কথা বলেননি বলেও ব্রিফিংয়ে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here