১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে দুপচাঁচিয়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফরেন্স প্রদর্শিত

0
291

আবু রায়হান দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গণভবন থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে দেশের ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধন করেন। ১০৬টি উপজেলার মধ্যে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা শতভাগ বিদ্যুতায়ন হওয়ায় বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও প্রদর্শন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহসভাপতি লোকমান হোসেন মহলদার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, মাহবুবার রহমান তালুকদার মুকুল, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব শাহজাহান আলী, তোজাম্মেল হোসেন তোজাম, এসএম হেলাল, আলহাজ্ব মেহেরুল ইসলাম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, এজিএম ওএন্ডএম আব্দুস সালাম, দুপচাঁচিয়া বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় কেন্দ্রের(নেসকো) নির্বাহী প্রকৌশলী এবিএম হামিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, সাধারণ সম্পাদক শাকিল খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এ কনফারেন্স উপলক্ষে এদিন বিকালে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের আয়োজনে ভিডিও ক্লিপস, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আতজবাজী ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here