হোল্ডিং ট্যাক্স বকেয়া ২৩০,৭৪,৯৪,২৯৭ টাকা:খন্দকার মোশাররফ

0
311

খবর ৭১: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বাড়ির মালিকদের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ ২৩০ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রয়েছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাড়ির মালিকদের কাছে হোল্ডিং ট্যাক্স বাবদ ৭৩ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ২৯৭ টাকা বকেয়া রয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশনের বাড়ির মালিকদের কাছে প্রায় ১৫৭ কোটি টাকা বকেয়া রয়েছে।

সরকারি দলের অপর সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মশক নিবারণী দফতরের সাংগঠনিক কাঠামোতে ৩৯৬টি পদ রয়েছে। এর মধ্যে শূন্য ৭৪টি পদে লোক নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে।

তিনি বলেন, ঢাকা মশক নিবারণী দফতরের মাঠ পর্যায়ের কর্মচারীরা ডিসিসি উত্তর ও দক্ষিণে প্রেষণে কর্মরত রয়েছেন। তারা সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে মশক নিধনের কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here