হোমনায় ওসির হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

0
402

আমিনুল ইসলাম,হোমনা,(কুমিল্লা) প্রতিনিধিঃ  কুমিল্লার হোমনায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ। অপ্রাপ্ত বয়স্কা ১০ম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় মেয়ের বাবা মোঃ মোস্তফাকে থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল সোমবার  উপজেলার জয়পুর ইউনিয়নের পূর্বকাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা ওসির নির্দেশে পুলিশের এস আই শাফায়েত হোসেন ফোর্স সহ বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং মেয়ের বাবাকে থানায় নিয়ে আসেন। পরে মুচলেকা  ছাড়া পায়। হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী জানান, সোমবার উপজেলার পূর্বকাশিপুর গ্রামের অনন্তপুর মহিলা দাখিল মাদ্রfসার ১০ম শ্রেণির অপ্রাপ্ত বয়স্কা এক ছাত্রীর সাথে উপজেলার নিলখী লালবাগ গ্রামের ফজলু মিয়ার ছেলে প্রবাসী রিয়াজুলের বিয়ের দিন ধার্য্য করা হয়। দুই পক্ষই বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন করে। একটু পরেই বর পক্ষ বিয়ে বাড়িতে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে পুলিশের একদল ফোর্স পাঠাই। এরপর পুলিশের কথা শোনে বর পক্ষ আর কনের বাড়িতে আসে নাই। পরে মেয়ের বাবাকে থানায় নিয়ে আসলে তিনি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে দিবেনা মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here