হোমনায় ইলিশ মাছ ধরার দায়ে ৫ জেলেকে ৫০ হাজার টাকা জরিমান ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

0
346

আমিনুল ইসলাম, হোমনা(কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় সরকারের নিশেষধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৫ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জনাব আজগর আলীর ভ্রাম্যমান আদালতে এ রায় দেন । গতকাল বুধবার রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেরা হলো- আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের আহসান উল্লাহ ছেলে মো. মানিক মিয়া,হোমনা উপজেলার দ্বাড়িগাও গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. আসলাম উদ্দিনওরফে ছলিম মিয়া ও একই গ্রামের মোমেন মিয়ার ছেলে নবী মিয়া,এবং মেঘনা উপজেলার বটতলি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে হারুন মিয়া ও একই গ্রামের হানিফার ছেলে মো.জনি(৩৫) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আজগর আলী জানান, সরকারী আদেশ অমান্য করে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার খবর পেয়ে রাতে মৎস্য অফিসার সহ পুলিশ ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল সহ ৫ জেলেকে আটক করি । আজ তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেয়া হয়েছে । পরে উপস্থিত সকলের উপস্থিতিতে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here