হিমালয়ের বরফ গলে বেরিয়ে আসছে পর্বতারোহীদের মরদেহ

0
266

খবর৭১ঃ বরফ গলছে হিমালয় পর্বতমালার নেপালের অংশ খুম্ব হিমবাহে। আর এতে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারানো অনেক পর্বতারোহীর মরদেহ বেরিয়ে আসছে। ইতোমধ্যেই পর্বতের চীনা অংশ থেকে মরদেহ উদ্ধার শুরু করেছে দেশটির প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এভারেস্ট জয় করতে চেয়েছেন অনেকেই। কেউ পেরেছেন, কেউ পারেননি। বিভিন্ন সময়ে এই এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ পর্বতারোহী। কিন্তু তাদের সবার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দুই-তৃতীয়াংশ মরদেহ রয়ে গিয়েছিল হিমালয়ের বরফে চাপা পড়ে। এই বরফ এখন গলার কারণে বেরিয়ে আসছে এসব মরদেহ।

হিমালয়ের উত্তর দিক বা চীনা পাশ দিয়ে মরদেহ উদ্ধার শুরু হয়েছে। তবে বর্তমানে পর্বতারোহণের মৌসুম হলেও মরদেহ উদ্ধার করতে গিয়ে কর্তৃপক্ষকে কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এছাড়া চীনা দিক দিয়েই বেশি মরদেহ বের হচ্ছে বলেও জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটি এ পর্যন্ত চার হাজার ৮০০ এর বেশি পর্বতারোহী জয় করতে পেরেছেন। কিন্তু পর্বতের বিপজ্জনক পথ অতিক্রম করতে গিয়ে মাঝপথে বা শেষপথে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০০ জন। এদের বেশির ভাগ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

নেপালের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশনের (এনএমএ) সাবেক সভাপতি আং শেরিং শেরপা জানিয়েছেন, বিশ্বব্যাপী উষ্ণায়নের কারণে খুম্ব হিমবাহের বরফের স্তর দ্রুত গলে যাচ্ছে। আর এতে বছরের পর বছর চাপা পড়ে থাকা মরদেহগুলো বেরিয়ে আসছে।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মারা যাওয়া বেশ সংখ্যক পর্বতারোহীর মরদেহ আমরা নিচে নিয়ে এসেছিলাম। কিন্তু এর আগের সময়ের এবং সাম্প্রতিককালে রয়ে যাওয়া বেশিরভাগ মরদেহ এখন বেরিয়ে আসছে। যা আগে উদ্ধার করা সম্ভর হয়নি। তবে এসব মরদেহ উদ্ধারে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট বাহিনীকে। একইসঙ্গে এর জন্য খরচও পড়ছে ‘পাহাড় সমান’। বরফে আটকে থেকে একেকটি মরদেহের ওজন হয়েছে প্রায় ১৫০ কেজি। এমন একটি মরদেহ নামাতে খরচ পড়ছে ৩৪ থেকে ৬৭ লাখ টাকা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here