হায়দরাবাদকে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছেন রশিদ খানরা

0
385

খবর ৭১ঃব্যাটিং বিপর্যয়ে চেন্নাই সুপার কিংস। ১২.৩ ওভারে ৬২ রানে ৬ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে গেছে চেন্নাই। জয়ের জন্য শেষ ৪৫ বলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইকে করতে হবে ৭৮ রান।

অঘোষিত ‘ফাইনাল’ ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। ১৩৯ রান করা হায়দরাবাদকেও জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা।

ইনিংসের শুরুতে হায়দরাবাদকে ব্রেক থ্রু এনে দেন ভুবেনেশ্বর কুমার। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই চেন্নাইয়ের অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসনকে ফেরান ভুবেনেশ্বর।

এরপর চেন্নাইয়ের শিবিরে আঘাত হানেন সিদ্ধার্থ কোল। এই পেস বোলারের গতির সামনে দাঁড়াতেই পারেননি সুরেশ রায়না ও আম্বাতি রাইডু। ইনিংসের চতুর্থ ওভারে পরপর দুই বলে রায়না-রাইডুকে ফেরান হায়দরাবাদের এই মিডিয়াম ফাস্ট বোলার।

২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যাওয়া চেন্নাইকে ফের বিপদে ঠেলে দেন হায়দরাবাদের লেগ স্পিনার রশিদ খান।

দলীয় ৩৯ রানে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ফেরান আফগান এ তারকা ক্রিকেটার। ১৮ রানের ব্যবধানে চেন্নাইয়ের ক্যারিবিয় অলরাউন্ডারকেও সাজঘরের পথ দেখিয়ে দেন রশিদ খান।

১৩তম ওভারে বোলিংয়ে এসে চেন্নাইয়ের নতুন ব্যাটসম্যান রবিন্দ্র জাদেজাকে ফেরান সন্দীপ শর্মা।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৯ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হায়দরাবাদের এমন করুণ পরিণতি দেখতে হবে তা কেউ আঁচ করতে পারেননি। চেন্নাই সুপার কিংসের বোলারদের সামনে হায়দরাবাদের ব্যাটসম্যানদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে অবাকই হয়েছেন আইপিএল ভক্তরা।

আইপিএলের চলমান ১১তম আসরে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া দলটিকে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে এভাবে আত্মসমর্পণ করতে হবে তা কেউই আঁচ করতে পারেননি।

মঙ্গলবার অঘোষিত ফাইনালে খেলতে নেমে বালুর বাঁধের মতো ভেঙে যায় সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় কেন উইলিয়ামনে নেতৃত্বাধীন দলটি।

তবে ব্যতিক্রম ছিলেন কার্লোস ব্রাথওয়েট। ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রতিরোধ গড়ে তোলেন এই ক্যারিবিয়ান। তার ২৮ বলে চার ছক্কায় গড়া ৪৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৩৯ রান তুলে হায়দরাবাদ।

চেন্নাইয়ের হয়ে ৪ ওভারে ২৫ রানে দুই উইকেট নেন ডুয়াইন ব্রাভো। এছাড়া বাকি চার বোলার চাহার, লুঙ্গি, জাদেজা ও শারদুল ঠাকুর একটি করে উইকেট নেন।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে টসে জিতে হায়দরাবাদকে আগে ব্যাটিংয়ে পাঠান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

দুর্ভাগ্য শেখর ধাওয়ানের, দীপক চাহারের গতির বলে ভেঙে গেলে উইকেট। ইনিংসের প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হায়দরাবাদের এ ওপেনার।

নিশ্চিত রান আউট হওয়া থেকে প্রাণে রক্ষা পেয়েও নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি গোস্বামী। লুঙ্গি এনগিডির বলে তার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১২ রান করা গোস্বামী।

৩৪ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাওয়া দলটিকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়ে যান অধিনায়ক কেন উইলিয়ামস।

শারদুল ঠাকুরের বলে উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন উলিয়ামসন।

দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারেননি সাকিব আল হাসানও। ৩৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া হায়দরাবাদকে খেলায় ফেরাতে পারেননি সাকিব। দলকে বিপদে ফেলেই মাঠ ছাড়েন এ অলরাউন্ডার।

ডুয়াইন ব্রাভোর বলে খোঁচা দিতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ তুলে দেন সাকিব। ফেরেন ১০ বলে ১২ রান করে।

৬.৪ ওভারে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যপয়ে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। শেখর ধাওয়ান, শ্রীভিও গোস্বামী, অধিনায়ক কেন উইলিয়ামসনের পর সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। প্রথম সারির চারজন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় হায়দরাবাদ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here