হাসিনা-কুয়াং বৈঠক, সমঝোতা সই

0
411

খবর ৭১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। দু নেতার একান্ত বৈঠকের পর তাদের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, যন্ত্র প্রকৌশল ও সাংস্কৃতিক বিনিময় খাতে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান ত্রান দাই কুয়াং। এ সময় ভিয়েতনামের প্রেসিডেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুই নেতার একান্ত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর আগে আজ সকালে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভিয়েতনামের প্রেসিডেন্ট। পরে ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গতকাল তিনদিনের সফরে স্বস্ত্রীক ঢাকায় পৌঁছান ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। উল্লেখ্য, গত ১৪ বছরে বাংলাদেশে এটাই ভিয়েতনামের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here