হাতীবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
359

কাজী শহ্ আলম,
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বিস্তারিত কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোমবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যেছিল ২৫শে মার্চ শিশু কিশোরদের চিত্রাংকন,রচনা, পোষ্টার ও দেয়ালিকা প্রতিযোগিতা। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা,সূর্র্যোদয়ের সাথে সাথে শহীদের স্বরনে পুস্প্যস্তবক অর্পন ও যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৮ টায় অভিবাদন,কুচকাওয়াজ,শরীর চর্চা,ডিসপ্লে,ক্রীড়া অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন হয়। সাড়ে ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। বাদ যোহর সুবিধামত জাতীর শান্তি ও অগ্রগতি এবং শহীদ মুক্তি যোদ্ধাদের আত্নার শান্তি কামনা করে মসজিদ মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা হয়। দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন,বিকাল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযোদ্ধা স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীসর্ক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুপুর ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালায়ে কমান্ডার ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, ইউএনও আমিনুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ফজলুল হক। অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, থানা অফিসার ইনর্চাজ সুমন কুমার মোহন্ত প্রমুখ।

খবর ৭১/ ই:

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here