হাতীবান্ধায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্ধোধন

0
324

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা বিস্তারিত কর্মসুচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
কর্মসুচির মধ্যেছিল র‌্যালী সদর প্রদক্ষিন,শিক্ষার্থীদের কুইজ ও বির্তক প্রতিযোগিতা , আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বৃহস্পতিবার ১১টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বেড় হয়ে সদর প্রদক্ষিন করে। ফিতাকেটে প্রধান অতিথী সংসদ সদস্য মোতাহার হোসেন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করে। বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথী এমপি বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার,এসরকারামলে দেশের সার্বিক উন্নয়নে ৮০ ভাগ সর্ম্পুন হয়েছে। দেশ মধ্যম আয়ে এগিয়ে যাচ্ছে। ২০২১সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসাবে গণ্য হবে। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ সারওয়ার হায়াত খান, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, প্রকৌশলী অজয় কুমার সরকার,কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন,বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, প্রমুখ। কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here