হাতীবান্ধায় ১১ কেজি গাজাঁসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলু সিরাজ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

0
190

কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৬ মাদক মামলার আসামী সিরাজুল ইসলাম ওরফে আলু সিরাজ (৪৫)কে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার ভোর রাতে গেন্দুকুড়ি এলাকায় মাদক ব্যবসায়ী রশিদুল ইসলাম(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫কেজি গাজাসহ গ্রেফতারের পর তার দেয়া স্বিকারোক্তি ও তথ্য মোতাবেক দুপুর ১২টায় থানা অফিসার ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে এসআই নুর র্আলম ও আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ উল্ল্যেখিত শানবনে ঝটিকা অভিযান চালায় এসময় পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের এলোপাতারি ঈটপাটকেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করলে পুলিশ ৫ রাউন্ড গুলি ছুরে এতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম দুই পায়ে গুলবিদ্ধ হয়ে আহত হলে পুলিশ ৬ কেজি গাজাসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গুলিবিদ্ধ সিরাজুল ও রশিদুল উপজেলার গেন্দুকুড়ি এলাকার জহর উদ্দিন ও আতিয়ার রহমানের পূত্র বলে জানা গেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ও কনস্টেবল এরশাদ আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here