হাতীবান্ধায় স্টুডেন্ট কাউন্সিল

0
319

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থীরা এ নির্বাচনে প্রার্থী ও ভোটার ছিল। মোট প্রার্থী ছিল ১০জন। এদের মধ্য থেকে ২জন বিনা প্রতিদ্বন্দিতায় ও ৫জন নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে। শ্রেণি ভিত্তিক সর্বোচ্চ ভোট প্রাপ্ত ২জন করে মোট ৭জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ব্যতিক্রমী এই নির্বাচনে ছাত্র ছাত্রীরাই ভোটার। তারাই প্রার্থী, ভোটার এবং নির্বাচনের সব দায়িত্ব তারাই পালন করেন। শিক্ষকরা তাদের সহযোগিতা করেন মাত্র। এই নির্বাচনে চতুর্থ শ্রেণির হাবিবা, পঞ্চম শ্রেণির ফারহান, জাতুরিকা ও সোহেল এবং তৃতীয় শ্রেণির ২জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এরা হলেন আশফি খান ও মেহেরজাবিন। হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলায়মান মিঞা বলেন, উপজেলার ১৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here