হাতীবান্ধায় সাংস্কৃতিক উৎসব পালিত

0
249

কাজী শাহ্ আলম, হাতীবান্ধা (লালমনিরহাট)ঃপ্রতিনিধি-সৃজনে উন্নয়নে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সাংস্কৃতিক উৎসব ও বিজয় ফুল মেলা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালি স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা সরকারী এস এস উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। ইউএনও সামিউল আমিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, হাতীবান্ধা সরকারি এসএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান। বিশেষ অতিথির ছিলেন অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রমজান আলী, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে বিজয় ফুল উৎসব উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংগীত, শাপলা ফুল, চিত্রাংকন, একক অভিনয়সহ নানা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here