হাতীবান্ধায় রাফাত জলিল ট্রাস্ট’র শিক্ষা বৃত্তি প্রদান

0
222

কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ও সানিয়াজান নদীর চর এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি নগদ টাকা প্রদান করেছেন রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট ।
শনিবার দুপরে হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া রাফাত জলীল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে অর্ধ-শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট’র সভাপতি ফিরোজা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান, বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও সেতু অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফকির আবদুর বর, তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল আলম খান, হাতীবান্ধার ইউএনও আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, এলজিইডি’র রংপুর বিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান, রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট’র অর্থ সম্পাদক ফারজানা ইয়ামিন, সদস্য সাহেবুর রহমান মোতাজির ও সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর গফুর। স্বাগত বক্তব্য রাখেন, সড়ক ও সেতু মন্ত্রণালয়ে সাবেক অতিরিক্ত সচিব ফারুক জলিল। বীর মুক্তিযোদ্ধা জলিলুর রহমান প্রতিষ্ঠিত ‘রাফাত জলীল কল্যাণ ট্রাস্ট’ বেশ কিছু দিন ধরে জেলার বিভিন্ন চর অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here