হাতীবান্ধায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালের তদন্ত সংস্থা

0
228

কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিতে কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালের তদন্ত সংস্থা’র একটি দল। সোমবার (২৩ এপ্রিল) সকালে ওই তদন্ত সংস্থা টিমের সমন্বয়ক ফারুক হোসাইনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম তদন্ত কাজ শুরু করেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী গ্রামের তালেব মোড়সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় ওই এলাকার বিভিন্ন লোকজনের সাথে তারা একাত্তরে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতনের মত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তদন্ত সংস্থা টিম সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ উমর ফারুক জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুালের তদন্ত সংস্থা’র একটি দল বিভিন্ন এলাকায় ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধসহ অন্যান্য অপরাধ নিয়ে কাজ করছেন।#

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here