হাতীবান্ধায় বিলুপ্ত সিট মহলে বই উৎসব ও বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন

0
403

কাজী শাহ আলম হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ ২০১৮ শিক্ষা বছরের প্রথম দিন সোমবার সকাল ১০টায় উপজেলার বিলুপ্ত সিট মহল আজিমপুর উত্তর গোতামারী মইনুল হক ম্যাধমিক বিদ্যালয়েসহ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনা মুল্যে বই বিতরন করা হয়েছে।
অপর দিকে হাতীবান্ধা ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীয় সভায় বিনা মুল্যে সরকারী পাঠ্যপুস্তক বিতরণে শুভ উদ্বোধন ঘোষনা করে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
এ সময় তিনি বলেন শিক্ষা দেশ ও জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ গড়তে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই পাঠ্যপুস্তক তুলে দিয়ে মানসম্পন্ন শিক্ষা অর্জনে সহায়তা করছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
স্বাগত বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে প্রকৌশলী অজয় কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here