হাটহাজারীতে ভবনে বিস্ফোরণে দগ্ধ ২ শিশুর মৃত্যু

0
288

খবর৭১ঃ চট্টগ্রামের হাটহাজারীতে তিনতলার ভবনে বিস্ফোরণ ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মো. আলাউদ্দিন (এএসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু হচ্ছে- রাজিয়া সুলতানা (১১), তামিম (৩)।

দগ্ধ অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চমেক বার্ন ইউনিট কর্তৃপক্ষ।

এর আগে বুধবার রাতে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটহাজারীর আমানবাজার এলাকার খোশাল শাহ রোডের একটি ভবনের তৃতীয় তলায় ওই দূর্ঘটনা ঘটে।

এ সময় ভবনের ভাড়াটিয়া সুলতান আলীর মেয়ে রাজিয়া সুলতানা (১১), আবুল কালামের মেয়ে রুবি আক্তার (১৫), আনোয়ার হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (২৫) এবং তার দুই সন্তান ইয়ামীন (১) ও তামিম (৩) আহত হয়।

আহতের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আনোয়ার নামে এক ব্যক্তি মঙ্গলবার ওই বাসাটি ভাড়া নিয়েছিল। তার বাড়ি কুমিল্লায়। তিনি ৭-৮ বছর ধরে এখানে ব্যবসা করে আসছিলেন।

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটি ঘিরে রেখেছে। ভবনটির প্রধান ফটকে তালা দিয়ে রেখেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছিলেন, গ্যাসের লাইন ফুটো হয়ে এ দূর্ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার গ্যাসের লাইন পরীক্ষা করা হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here