হযরত শাহজালাল বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ এক ভারতীয় যাত্রীকে আটক

0
256

খবর৭১:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ কুলদীপ সিং নামে এক ভারতীয় যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস হাউজ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ফ্লাইট নম্বর RX787) ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আগত ওই যাত্রীকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স৭৮৭ ফ্লাইটে আগত ওই যাত্রীকে অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর সনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তার জুতা হতে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ২ কেজি স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী অাটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিমানবন্দর কাস্টমস হাউজের এই কর্মকর্তা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here