হবিগঞ্জ-১: সাবেক দুই মন্ত্রীপুত্রের ভোটযুদ্ধ

0
369

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জে জেলায় আলোচিত আসন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)। এই আসনটিতে আওয়ামী লীগের সাবেক দুইমন্ত্রী পুত্রের ভোটযুদ্ধ হওয়ায় এটি মানুষের কাছে আলোচিত হয়ে উঠেছে।আরও আলোচিতের বিষয় সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার (প্রয়াত) ছেলে ড. রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোটযুদ্ধে নেমেছেন। তার প্রতিপক্ষ হিসেবে নৌকা প্রতীকে লড়ছেন সাবেক প্রতিমন্ত্রী বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা দেওয়ান ফরিদ গাজীর (প্রয়াত) ছেলে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
একই রাজনৈতিক বলয়ের উত্তরাধিকার হলেও ভিন্ন দু’টি রাজনৈতিক জোটের হয়ে ভোটযুদ্ধে নামায় এখন সবার দৃষ্টি এ আসনটির দিকে। এ আসনটিতে দুই জোটেরই একাধিক প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।২০১৪ সালের নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। অবশেষে আসনটি জোটের অন্যতম শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দিলে কেন্দ্রের নির্দেশে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। তখন জাপা প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।এবার আওয়ামী লীগ থেকে গাজী মোহাম্মদ শাহনওয়াজকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু একই জোটের অন্যতম শরীক জাপা প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন আতিকুর রহমান আতিক। তিনি পরবর্তীতে আর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এখন একই জোটের দুইজন প্রার্থীই ভোটযুদ্ধে রয়ে গেছেন।
অপরদিকে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া হঠাৎ গণফোরামে যোগ দিয়ে আলোচনায় উঠে আসেন। দেশজুড়েই বিষয়টি বেশ আলোচিত হয়। জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্ধিতায় নামেন। এখানেও জোটের শরীক কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অ্যাডভোকেট মো. নূরুল হক। শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে এ জোটেও দুইজন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে রয়ে গেছেন।আওয়ামী লীগ দলীয় প্রার্থী গাজী শাহনেওয়াজ মিলাদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছেন। আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ জনগণ আমাকে বিজয়ী করবে।আওয়ামী লীগের প্রয়াত নেতা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, আমি শতভাগ আশাবাদী আমার বাপ দাদার জন্মস্থান নবীগঞ্জ-বাহুবলে ধানের শীষ বিজয়ী হবে। আমি নির্বাচিত হয়ে আমার নিজ এলাকার জনগণের সেবা করতে সুযোগ পাব ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here