হবিগঞ্জে শাহজিবাজারে অবৈধ দখলদারদের হামলায় স্কুলছাত্র গুরুতর আহত

0
268

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ মাধবপুরের শাহজিবাজারের ১নং ওয়াপদা এলাকায় অবৈধ দখলদারদের হামলায় মাহমুদ সাজ্জাদ (১৫) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।সূত্র জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েদুর রহমান তালুকদারের মালিকাধীন ফতেহপুর মৌজার খতিয়ান ৫৪৭, দাগ নং ১০৯৮ এর আংশিক ভূমি ওই এলাকার জিতু মিয়া, আব্দুর রহমান গং তাদের পৈত্রিক সম্পত্তি দাবি করে ১৯৯৪ সালে দখলে নিয়ে যায়। পরবর্তীতে সায়েদুর রহমান তালুকদার জিতু মিয়া গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই জায়গার দখল পেতে উভয়পক্ষ হাইকোর্টের আশ্রয় নেয়। হাইকোর্ট জিতু মিয়া গংদের উচ্ছেদ করে সায়েদুর রহমান তালুকদারকে জায়গা ও দোকানঘরের দখল সমজিয়ে দেয়ার নির্দেশ প্রদান করে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে সোমবার হবিগঞ্জ জেলা জজ আদালতের নাজির ইমরুল আহমেদ চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান, মাধবপুর থানার এসআই কামরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিতু মিয়া গংদের উচ্ছেদ করে সায়েদুর রহমান তালুকদারকে জায়গা সমজিয়ে দেন। এ ঘটনার জের ধরে বিকেলে জিতু মিয়া গং সায়েদুর রহমান তালুকদারের ৯ম শ্রেণী পড়–য়া পুত্র মাহমুদ সাজ্জাদের উপর হামলা চালায়। এতে মাহমুদ সাজ্জাদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সায়েদুর রহমান তালুকদার দীর্ঘ ২৪ বছর পর তার মৌরসী সম্পত্তির দখল পেয়েছেন। এর জের ধরে দখলদার জিতু মিয়া গং তার ছেলের উপর হামলা করেছে। তিনি এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here