হবিগঞ্জে মাধবপুর  রেললাইনের শিক কেটে নিয়েছে দুর্বৃত্তরা

0
221

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তরা রেললাইনের শিক কেটে নেয়ার ঘটনায় চার ঘন্টা পর সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় রেল সূত্র জানায়, সিলেট আখাউড়া রেল সেকশনে মনতলা-তেলিয়াপাড়া রেল স্টেশনের অদূরে শাহপুর লেভেল ক্রসিংয়ের কাছে শুক্রবার ভোর রাতে রেল লাইনের ২২ ইি পরিমান শিক কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শিক কাটার বিষয়টি জনৈক পথচারীর মাধ্যমে গেইটম্যান কাজল মিয়া জানতে পেরে মনতলা স্টেশন মাষ্টারকে অবগত করেন।তাৎক্ষণিক মনতলা স্টেশন মাষ্টার এস এম আব্দুল মান্নান আখাউড়া-সিলেট লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেন। এর আগে সকাল সাড়ে ৭টায় সিলেটগামী কুশিয়ারা ট্রেন মনতলা স্টেশন ছেড়ে দুর্ঘটনা ছাড়াই ঘটনাস্থল অতিক্রম করে।এঘটনায় সিলেটগামী পারাবত ট্রেন মনতলা, ঢাকাগামী জয়েন্তিকা ট্রেন শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকা পড়ে।শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (পথ) মোঃ রেনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি, তবে বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কুশিয়ারা ট্রেনের শত শত যাত্রী। তিনি আরো বলেন, এঘটনায় রেলওয়ে থানায় নাশকতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here