হবিগঞ্জে বিভিন্ন স্থানে বিষপানে স্কুলছাত্রীসহ তিনজনের আত্মহত্যা

0
336

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচঙ্গে ও আজমিরীগঞ্জে বিষপানে এক স্কুলছাত্রীসহ তিনজন আত্মহত্যা করেছে। বুধবার সকালে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়। জানা যায়, বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামের রাসেল মিয়ার মেয়ে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী রুখসানা আক্তার মঙ্গবার দুপুরে বিষপান করে ছটফট করতে থাকে। পরে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রুখসানার পিতা রাসেল মিয়া জানান- রুখসানা দুইদিন ধরে স্কুলে না যাওয়ায় তার মা গালিগালাজ করেন। এতে সে রাগে ও অভিমানে ঘরে থাকা বিষ পান করে আত্মহত্যা করে। এদিকে, একই উপজেলার বড়ইউড়ি গ্রামে জিয়া উদ্দিন নামে এক যুবক শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে মৌলভীবাজার জেলার বাসিন্ধা শিমুল মিয়ার ছেলে। তার ম্বশুর বাড়ির লোকজন জানান- দুইবছর আগে জিয়া উদ্দিন রড়ইউরি গ্রামের জনৈক ব্যক্তির কন্যা রুনার সাথে পরিচয় হয়। পরে সে তার পিত্রালয় ছেড়ে রুনাকে বিয়ে করে রড়ইউড়ি গ্রামে ঘর জামাই থেকে যায়। মঙ্গলবার সকাল  সে পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকে। বিষয়টি আচঁ করতে পেরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। অপর দিকে, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে সুজিনা বেগম (২৫) নামে তিন সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। সে ওই গ্রামের এনামুল হকের স্ত্রী। বিষপান করে সে ছটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ত্রিলোক কান্তি।
খবর৭১/ ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here