হবিগঞ্জে খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২৫টি বাড়ি-ঘর উচ্ছেদ করেছে প্রশাসন

0
301

মঈনুল হাসান রতন ,হবিগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জে খোয়াই নদী’ মাছুলিয়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২৫টি বসত-বাড়ি উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মাছুলিয়া ব্রীজ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম। উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মর্জিনা বেগম জানান, খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে নদী পাড়ে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বসত ভিটা বানিয়ে বসবাস করে আসছিল প্রায় ২০ থেকে ২৫টি পরিবার। সম্প্রতি নদী ভাঙ্গনের কবলে পড়ে তারা। এ নিয়ে জেলা প্রশাসনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। যাতে সিদ্ধান্ত গৃহীত হয় সে যারা নদী পাড়ে অবৈধ ভাবে বসাবস করে আসছে তাদেরকে উচ্ছেদ করা হবে এবং যাদের বসত ভিটা নেই তাদেরকে সরকারী সহযোগীতা প্রদান করা হবে। এরই অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালান করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানান, একটি মহল নদী পাড়ে বসত ভিটা বানিয়ে ভাড়া দিয়ে অতিরিক্ত টাকা আদায় করে আসছিল। এ অভিযানের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে খোয়াই নদী পাড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং যাদের বসত ভিটা নেই পর্যায়ক্রমে সকলকে সরকারী সহযোগীতা প্রদান করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here