হবিগঞ্জে আ’লীগ-মহাজোট প্রার্থী বিভ্রান্ত

0
355

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধঃ ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টি (জাপা)। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে জাপা। নির্বাচনের মাঠে প্রার্থীও দেওয়ার কথা সেভাবেই।
হবিগঞ্জে মোট চারটি আসনেও মহাজোটের প্রার্থী দেওয়া হয়েছে। এরমধ্যে তিনটি আসনে রয়েছেন মহাজোট ও আওয়ামী লীগের প্রার্থী। মাত্র একটিতে আওয়ামী লীগের প্রার্থী মাঠে রয়েছেন।আর মহাজোটের শরিক হয়েও জাপা প্রার্থীরা ৩টি আসনে লাঙ্গল প্রতীকে ভোটে নেমেছেন। এ কারণে বিভ্রান্তিতে আছেন মহাজোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। আর এ নিয়ে আওয়ামী লীগ পরিবারে রয়েছে চাপা উদ্বেগ। ভোট ভাগাভাগির আশঙ্কা করছেন তারা।
প্রতীক বরাদ্দের পর চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা গেছে, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শাহনেওয়াজ (মিলাদ গাজী) পেয়েছেন নৌকা প্রতীক। তার পাশাপাশি লাঙ্গল প্রতীকে রয়েছেন মহাজোটের শরিক জাপার প্রার্থী আতিকুর রহমান আতিক।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আব্দুল মজিদ খান পেয়েছেন নৌকা প্রতীক। তারা পাশাপাশি লাঙ্গল প্রতীকে রয়েছেন জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পাল।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোঃ আবু জাহির পেয়েছেন নৌকা। তার পাশাপাশি লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন মহাজোটের শরিক জাপার প্রার্থী আতিকু রহমান আতিক।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here