হবিগঞ্জের ৮ উপজেলায় শান্তিপুর্ণ নির্বাচন

0
344

খবর৭১ঃমঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৪টি, বিদ্রোহী ২টি ও স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচতি হয়েছে। গতকাল রাতে উপজেলা রিটার্নিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে এসব তথ্য জানা গেছে। হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার জানান, আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মুশফিউল আলম আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান জানান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনিত এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট। বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, এ উপজেলায় ২৩ হাজার ৪৮৩ভোট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার জানান, নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৪২ ভোট।আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় নৌকা প্রতীকে ২২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী মোঃ মর্তুজা হাসান। আনারস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল জানান, এ উপজেলায় নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির লস্কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ বিদ্রোহী আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, ঘোড়া প্রতীকে ৫৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোঃ শাহজাহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল বর পেয়েছেন ২৬ হাজার ৮৬৯ ভোট।হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল জানান, জেলার ৮ উপজেলা পরিষদে মোট ৬১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা করা হয়। মোট ভোটার ১৩ লাখ ৮১ হাজার। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৮ হাজার ৫১০ এবং নারী ভোটার সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৪৯০। সর্বমোট প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৫ প্রার্থী। এর মাঝে চেয়ারম্যান পদে ২৭, ভাইস চেয়ারম্যান ৪৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here