হবিগঞ্জের আজমীরিগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় আ.লীগ নেতাসহ আটক ১৩

0
208

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে সাবেক চেয়ারম্যান আতর আলী মিয়ার ছেলে আল আমিন (৪০) হত্যার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া, তার ভাই ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল হক ভূইয়াসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সোমবার (১৮ জুন)রাতে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। এর আগে সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতির সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়ার সমর্থক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আল আমিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকা উত্তপ্ত হয়ে উঠে। সহকারী পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, পুলিশ প্রাথমিকভাবে ১৩ জনকে আটক করেছে। এছাড়া নিহত আল আমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।সূত্র জানায়- আগামী ২৫ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here