হত্যার হুমকি দেয়ায় লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের নামে উপজেলা নির্বাহী অফিসারের জিডি

0
367

হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু’র নামে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) লোহাগড়া থানায় দায়ের করা জিডিতে উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেছেন তাকে হত্যার উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান লিটু বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। সাধারণ ডায়েরী সূত্রে আরোও জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৭-২০১৮ অর্থ বছরে জিআরের আওতায় বেশ কিছু ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে আসেন। ওইসব ভুয়া প্রকল্পের বিলে স্বাক্ষর করতে বলেন। প্রকল্প ভুয়া হওয়ায় তিনি বিলে স্বাক্ষর করেননি। স্বাক্ষর না করায় চেয়ারম্যানের আনা ৩৯,০০,০০০/- (উনচল্লিশ লাখ) টাকা সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ফেরৎ চলে যায়। এ ঘটনায় চেয়ারম্যানের সাথে তার দ্বন্দ্ব ও শত্রুতার সৃষ্টি হয়। এ কারণে তিনি প্রকাশ্যে বিভিন্ন ভাবে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভিনকে হুমকি দিয়ে আসছেন। তার অব্যহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু একজন কুখ্যাত সন্ত্রাসী। তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী বিকাশ-প্রকাশ বাহিনীর সহযোগী ছিলেন। তিনি একজন পেশাদার খুনি। সাম্প্রতিক সময়ে তিনি রাজনীতির সাথে জড়িত হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। তিনি দূর্নীতি মামলার আসামী। তিনি বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আতœসাৎ করায় দুদক (দুর্নীতি দমন কমিশন) তার নামে মামলা দায়ের করে। তার অব্যহত হুমকি এবং টেলিফোনিক আলাপে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন নিরাপত্তাহীনতায় রয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বুধবার দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে সাধারণ ডায়েরী (জিডি) দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। জিডি নং ১৫৭৬। তাং ২৮-২-২০১৮ইং। এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু তার বিরূদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন ঘুষখোর অফিসার। তিনি দু হাত দিয়ে ঘুষ খান। এ ব্যাপারে উপজেলার মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাধারণ মানুষজন অবগত রয়েছেন। তার সাথে কোন বিষয়ে দ্বন্দ্ব নাই। শত্রুতাও নাই। প্রয়োজন ছাড়া তার সাথে ফোনে কোন কথা হয় না’।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here