হত্যার বদলায় ৩০০ কুমিরকে কুপিয়ে হত্যা!

0
247

খবর ৭১ঃকুমিরের আক্রমণে গ্রামের একজন নিহত হয়েছে। তাই গ্রামের সবাই মিলে ঐক্যবদ্ধ হলেন প্রতিশোধ নিতে। শুরু হলো কুমির-মানুষ যুদ্ধ। কুপিয়ে হত্যা করা হলো ৩০০ কুমিরকে!

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। যে কুমিরগুলোকে হত্যা করা হয়েছে সেগুলো ছিল সেখানকার একটি অভয়ারণ্যে।

স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, গ্রামবাসীদের হামলা থেকে এসব কুমিরকে বাঁচাতে তারা কিছুই করতে পারেনি।

তবে এখন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। ইন্দোনেশিয়ার আইনে কুমিরের মতো সংরক্ষিত প্রাণী হত্যা করা অপরাধ এবং এ জন্য শাস্তি হিসেবে জরিমানা অথবা কারাদণ্ডও হতে পারে।

জানা যায়, শুক্রবার সকালে কুমিরের ওই খামার থেকে স্থানীয় একজন গ্রামবাসীকে একটি কুমিরে আক্রমণ করলে তিনি প্রাণ হারান।

শনিবার নিহত গ্রামবাসীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তারপর কয়েকশ ক্ষুব্ধ গ্রামবাসী ওই অভয়ারণ্যের দিকে ছুটে যায়। এ সময় তাদের হাতে ছিল ছুরি, শাবল, হাতুড়ি এবং মুগুর।

উত্তেজিত জনতা প্রথমে খামারের অফিসে হামলা চালায়। তারপর তারা অভয়ারণ্যের ২৯২টি কুমিরকে হত্যা করে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here