হঠাৎ লিফট ছিঁড়ে গেলে করনীয়

0
438
হঠাৎ লিফট ছিঁড়ে গেলে করনীয়

খবর৭১ঃ
প্রযুক্তির কারণে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা হয়েছে অনেক সহজ। কিন্তু এই প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য অনেক সময় বিপত্তির কারণ হয়ে দাড়ায়।ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রযুক্তির একটি অন্যতম আবিষ্কার হচ্ছে অত্যাধুনিক লিফট। বর্তমানে লিফট ব্যবহার মানুষের সময় কমিয়ে প্রশান্তি দিয়েছে। কারণ উঁচুতলা ভবনগুলো লিফট ছাড়া কল্পনা করা যায় না।

কিন্তু অনেক সময় যান্ত্রিক ত্রুটির সময় লিফট ছিঁড়ে ঘটে বিপত্তি।

আসুন জেনে নেই লিফট ছিঁড়ে গেলে কী করবেন।

১. লিফট ছিঁড়ে গেলে শরীরের ওজনের ১০ গুণ ওজন এসে ভর করে। তাই লিফট ছিঁড়ে গেলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। ফলে মারাত্মক জখমের শিকার হতে পারেন আপনি।

২. লিফট যখন পড়ে যেতে থাকবে তখন যত দ্রুত সম্ভব চিৎ হয়ে দুই হাত ও পা ছড়িয়ে লিফটের মেঝেতে শুয়ে পড়া একমাত্র নিরাপদ কৌশল।

৩. কখনোই লাফ দেবেন না। লাফালাফি করলে লিফট আরো বেশি গতিতে আছড়ে পড়বে। লাফের কারণে আপনি মাথায় আঘাত পেতে পারেন।

৪. লিফটে বেশি মানুষ থাকলে লিফটের মেঝেতে বসে পড়তে হবে। আপনি দাঁড়িয়ে থাকলে অস্থিতে যে পরিমাণ চাপ পড়ত তার তুলনায় অস্থিতে কম চাপ পড়বে এ পজিশনে। যদি বসে পড়ার মতো জায়গা না থাকে, তাহলে অন্তত চেষ্টা করুন হাঁটু বাঁকা করে রাখতে, এটিও পায়ের বল কমাতে কিছুটা সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here