হঠাৎই নড়ে উঠা নবজাতক মারা গেছে

0
311

খবর ৭১ঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে গোসলের সময় হঠাৎ নড়ে ওঠা নবজাতক মারা গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা শিশু হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ জানান, ওই নবজাতককে বাঁচানো যায়নি। গত রাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শারমিন আক্তার (২৪) নামে এক নারী একটি মেয়েশিশু প্রসব করেন। জন্মের পরই নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। পরে আজিমপুর কবরস্থানে দাফনের জন্য গোসল করানোর সময় নবজাতকটি হঠাৎ নড়ে ওঠে।

পরে দুপুরের দিকে ওই নবজাতকটিকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে কার্ডিয়াক আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

সোমবার শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবদুল আজিজ সাংবাদিকদের জানিয়েছিলেন, নবজাতকটির হার্টবিট খুবই কম, শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। সাত মাসে ভূমিষ্ঠ হওয়ায় তার ওজনও কম। শরীরে রক্তশূন্যতা আছে। নাভি দিয়ে রক্ত বের হয়েছে।

শারমিন আক্তারের গ্রামের বাড়ি ধামরাই উপজেলার শ্রীরামপুরে। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। তার স্বামী মিনহাজুল উদ্দিন। এটি তাদের প্রথম সন্তান।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here