হজের প্রথম ফিরতি ফ্লাইট শাহজালালে পৌঁছবে রাতে

0
246

খবর৭১ঃহজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে সোমবার থেকে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট বিজি-৪০১২ রাত ১০টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

ঢাকা ও মক্কা হজ কার্যালয় জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনে সৌদি আরব গেছেন।

ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার এক লাখ ২০ হাজার লোক হজ পালনে সৌদি আরব গেছেন।

গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ কার্যালয় জানায়।

চলতি বছর সৌদি আরবে চিকিৎসাকেন্দ্র থেকে ৫১ হাজার ৮৮১ হজযাত্রীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ হজযাত্রী ইন্তেকাল করেছেন।

এর মধ্যে মক্কায় ৪৯, মদিনায় সাত, জেদ্দায় দুই, মিনায় ১৮ এবং আরাফায় ১০ হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ কার্যালয় জানিয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here