সড়ক পরিবহন আইন – ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিলের দাবিতে সৈয়দপুরে সড়ক পরিবহন শ্রমিকদের মানববন্ধন

0
562

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সড়ক পরিবহন আইন – ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিলসহ আট দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো সৈয়দপুরেও ওই মানববন্ধন করা হয়। বৃহস্পতিবার নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ট্রাফিক মোড়ে বেলা ১১ টায় মানববন্ধন শুরু হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন, নীলফামারী জেলা মাইক্রোবাস, জীপ কার ও পিকআপ শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেয়। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা মো. আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম -সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সড়ক সম্পাদক (আন্তঃ জেলা) মো. শফিকুল ইসলাম শফিক, সড়ক সম্পাদক (আভ্যন্তরীন) মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মো. এফাজ উদ্দিন সরকার, অর্থ সম্পাদক মো. মনসুর আলী, প্রচার সম্পাদক মো. আব্দুল জলিল, ক্রীড়া সম্পাদক স্বপন মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মো. লেবু মিয়া এবং নীলফামারী জেলা মাইক্রোবাস, জীপ, কার ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া উপস্থিত ছিলেন।
মানববন্ধনের আলোচনা সভায় বক্তারা অবিলম্বে সড়ক পরিবহন আইন – ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিলসহ আট দফা মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় আগামীতে দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারী দেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সড়ক পরিবহন আইন – ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারাগুলো বাতিল, সড়ক দূর্ঘটনায় ৩০২ ধারায় মামলা গ্রহন করা যাবে না, শ্রমিকদের ৫ লাখ টাকার জরিমানার বিধান বাতিল, সহজ শর্তে ভারী যানবাহন চালানোর লাইসেন্স দিতে হবে, সড়ক দূর্ঘটনার সকল মামলাই জামিনযোগ্য করা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here