স্মার্টফোন মাদকের চেয়েও ভয়াবহ’ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

0
655
স্মার্টফোন মাদকের চেয়েও ভয়াবহ’ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা
ছবিঃ মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি।

খবর৭১ঃ

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ স্মার্টফোন মাদকের চেয়েও বেশি ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। তিনি বলেন- একটি পরিবারকে ধ্বংস করতে স্মার্টফোনই যথেষ্ট। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জেলার বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাঙ্গা, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের উপর রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণকালে এসব কথা বলেন তিনি। পুলিশ সুপার বলেন-ইভটিজিং করে কেউ পার পাবেনা। দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে। কিছু মানুষ ধর্মের নামে অধর্ম কাজ করছে। এদের থেকে বিরত থাকা দরকার। পরিবারকে দাঙ্গামুক্ত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দাঙ্গা প্রতিরোধে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। এসময় তিনি সরকারের ৯৯৯ এর সেবা সম্পর্কে সবাইকে অবহিত করেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তার সাফল্যের পিছনের গল্প উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল নাম্বার সব শিক্ষার্থীদের কাছে পৌছে দেন। রাস্তা-ঘাটে যদি কোনো বখাটে বিরক্ত করে তাহলে তাকে জানানোর জন্য তাদেরকে বলেন।তিনি বলেন- সমাজে বাল্যবিবাহ নামে একটি ব্যাপার আছে,যার মাধ্যমে মা-বাবা সন্তানের মঙ্গল করতে চেয়ে অমঙ্গল করে বসেন। সমাজে অশান্তি সৃষ্টি করে এই বাল্যবিবাহ। অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে তার ক্ষতি করা হয়-এসব সত্য অনেক মা-বাবা উপলব্ধি করতে পারেন না। গ্রামাঞ্চলে যেসব পরিবার অল্প বয়সী মেয়েদের বিয়ে দেয়, তাদের অশিক্ষা ও অজ্ঞতার সীমা নেই। পরবর্তীতে তৈরী হয় নানা জটিলতা। উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এল আর সরকারি উচ্চ বিদ্যালয় ও ডাঃ ইলিয়াছ একাডেমিতে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন পুলিশ সুপার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here