স্বপ্ন বাঁচালো ইংল্যান্ড, ২ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে

0
479

সেমি দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো এই ম্যাচ। সেই বড় চ্যালেঞ্জে ভারতের বিপক্ষে জিতে অনেকটায় নির্ভার হলো স্বাগতিকরা। ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পুনরুদ্ধার করলো চতুর্থ স্থান। অন্যদিকে শঙ্কায় পড়ে গেল টেবিলের চতুর্থস্থানের জন্য লড়াই করার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখন বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আশঙ্কায় পড়লো নিজেদের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখা পাকিস্তানও। আর কাগজে কিছু হিসাব বাদ দিলে দুই ম্যাচ হাতে রেখেই ছিটকে গেল শ্রীলঙ্কা!

রোববার ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের বিপক্ষেটস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। উদ্বোধনী জুটিতে ১৬০ রান করেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৫৭ বলে ৬৬ রান করে ফেরেন জেসন রয়। তবে অনবদ্য ব্যাটিং করে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করেন জনি বেয়ারস্টো। তিনি১০৯ বলে ১০টি চার ও ৬টি ছক্কারসাহায্যে ১১১ রান করেন।

ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৫৪ বলে ছয়টি চার ও তিন ছক্কায়৭৯ রান করেন বেন স্টোকস।জনি বেয়ারস্টোরসেঞ্চুরি আর বেন স্টোকস-জেসন রয়ের জোড়া ফিফটিতেভর করে৭ উইকেটে ৩৩৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ভারতের হয়ে মোহাম্মদ সামি ৬৯ রানে ৫ উইকেট শিকার করেন।

৩৩৮ রানের পাহাড় ডিঙাতে নেমে দলীয় ৮ ও ব্যক্তিগতশূন্য রানে ফেরেন লোকেশ রাহুল। ক্রিস ওকসের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভারতীয় ওপেনার। এরপর দ্বিতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ১৩৮ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরানরোহিত শর্মা। ৭৬ বলে সাতটি চারের সাহায্যে ৬৬ রান করে আউট হন বিরাট কোহলি।

তৃতীয় উইকেটে রিশব প্যান্টের সঙ্গে জুটি বেঁধে ৫২ রান করেন ওপেনার রোহিত শর্মা। আর এই জুটিতেই বিশ্বকাপের চতুর্থসেঞ্চুরিকরেন তিনি।সেঞ্চুরির করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি ভারতীয় তারকা ওপেনার। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।তার আগে ১০৯ বলে ১৫টি বাউন্ডারিতে ১০২ রান করেন রোহিত।

রোহিত শর্মার বিদায়ের পর চতুর্থ উইকেটে মাত্র ২৮ রানের জুটি গড়তেই আউট হয়ে যানরিশব প্যান্ট। লিয়াম প্লাঙ্কেটের দ্বিতীয় শিকার হওয়ার আগে ২৯ বলে ৩২ রান করেন প্যান্ট। পঞ্চম উইকেটেমহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪১ রানের জুটি গড়তেই লিয়াম প্লাঙ্কেটের তৃতীয় শিকার হার্দিক পান্ডিয়া। তার আগে ৩৩ বলে চারটি বাউন্ডারিতে ৪৫রান করেন পান্ডিয়া।

এরপর কেদার যাদবকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেপরাজয়ের ব্যবধান কিছুটা কমালেও দলের হার এড়াতে পারেননি ধোনি। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলতে সক্ষম হয় ভারত। শেষ দিকে ৩১ বলে চারটি চার ও এক ছক্কায়৪২ রান করেন ধোনি। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৫৫ রানে ৩ উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড: ৫০ ওভারে ৩৩৭/৭ (বেয়ারস্টো ১১১, বেন স্টোকস ৭৯, জেসন রয় ৬৬, রুট ৪৪; সামি ৫/৬৯)।

ভারত: ৫০ ওভারে ৩০৬/৫ (রোহিত ১০২, কোহলি ৬৬,হার্দিক পান্ডিয়া ৪৫, ধোনি ৪২*, রিশব প্যান্ট ৩২, কেদার যাদব ১১*; প্ল্যাঙ্কেট ৩/৫৫)।

ফল: ইংল্যান্ড ৩১ রানে জয়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here