স্পেনে মৃতের সংখ্যা কমছে, নতুন করে প্রাণ গেল ৫১০

0
692
স্পেনে মৃতের সংখ্যা কমছে, নতুন করে প্রাণ গেল ৫১০

খবর৭১ঃ করোনা ভাইরাসে বিশ্বজুড়ে বেড়ে চলছে মৃতের সংখ্যা। করোনার ভয়াল থাবায় হাজারো মানুষের প্রাণ গেছে ইউরোপের দেশ স্পেনে। তবে দেশটিতে বেশ কয়েক দিন ধরে ধীরে ধীরে কমছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৫১০ জন মানুষ।

আল জাজিরার খবরে জানায়, ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে স্পেন। মৃত্যুও ছাড়িয়েছে ১৬ হাজার। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ৫১০ জনের মৃত্যু হয়েছে। যা গত ১৮ দিনের মধ্যে সবচেয়ে কম মৃত্যু সংখ্যা।

খবরে বলা হয়, গত ২৩ মার্চের পর স্পেনে ৫১০ জনের মৃত্যু, এটাই ছিল এই এই কয়েক দিনের সবচেয়ে কম মৃতের সংখ্যা।

শনিবার শেষ খবর পর্যন্ত স্পেনে নতুন করে ৪ হাজার ৮৩০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এ পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৩ জন। এছাড়াও দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৫২ জন।

এদিকে, গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়েছে, আর মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজারের বেশি। তবে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here