স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড.কামাল

0
332

খবর৭১ঃ চিকিৎসার জন্য স্ত্রী ড. হামিদা হোসেনকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর গেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টার পর সিঙ্গাপুরের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান সমন্বয়ক ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসা শেষে আগামী ১৫ এপ্রিল ড. কামাল হোসেনের দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি হাঁটুর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ড. কামাল হোসেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছেন ড. কামাল হোসেন। এতে তার হাঁটাচলায়ও সমস্যা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here