স্ট্রাসবার্গে হামলায় সন্দেহভাজন যুবক পুলিশের গুলিতে নিহত

0
303

খবর৭১ঃ
ফ্রান্সের স্ট্রাসবার্গের ক্রিসমাস মার্কেটে তিন ব্যক্তিকে হত্যায় সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ।

তাকে যখন হত্যা করা হয়, তখন জঙ্গিগোষ্ঠী আইএস এই বন্দুকধারীকে নিজেদের সেনা বলে দাবি করেছে।

বুধবার রাতে ওই রক্তপাতের পর ২৯ বছর বছর বয়সী যুবক চেরিফ চেকাটের খোঁজে ফরাসি নিরাপত্তা বাহিনীর সাত শতাধিক পুলিশ নেমে পড়ে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফি কাস্টনার বলেন, নোড্রোফ এলাকার সড়কে চেকাটকে শনাক্ত করার পর তিন পুলিশ সদস্য তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু সে তখন প্রকাশ্যে গুলি করে। তখন পুলিশ পাল্টা গুলি ছুড়ে তাকে প্রতিরোধ করে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চাকেটের চেহারার বর্ণনার সঙ্গে মিলে যায় এমন এক ব্যক্তিকে দেখতে পেয়ে এক নারী বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেন।

এ সময় চাকেটের একটি হাত আহত ছিল। এর পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং থার্মাল ক্যামেরা ব্যবহার করা যায় এমন হেলিকপ্টার দিয়ে তার খোঁজ করে।

সূত্র জানায়, চাকেট যেখানে গুলিবিদ্ধ হয়েছেন, সেই পুলিশবেষ্টনীর ভেতর লোকজন জড়ো হয়ে আনন্দ প্রকাশ করেন।

বুধবারের হামলার পর লোকজনের উদ্বেগের কথা জানিয়ে স্থানীয় মেয়র অফিসের কর্মকর্তা আলেইন ফন্টেনাল বলেন, সত্যিকার এটি বড় ধরনের স্বস্তি।

তবে ১৮ বছর বয়সী স্থানীয় আর্থুর বলেন, আমরা সত্যিকার অর্থে খুব বেশি নিরাপদ বোধ করছি না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here