স্কুল ছাত্রীর মিথ্যা অভিযোগে শিক্ষক হয়রানীর শিকার

0
632

খবর৭১:এম এম আতাউর রহমান (জীবন),উপজেলা প্রতিনিধি,ক্ষেতলাল,জয়পুরহাট,স্কুল ছাত্রীর মিথ্যা অভিযোগে ধর্ম বিষয়ক শিক্ষক ছাইফুল ইসলাম হয়রানীর শিকার।স্থানীয় সূত্রে জানা যায়,জয়পুরহাট জেলার, আক্কেলপুর উপজেলার, সোনামুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী, দিশা(১৬) ঐ বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ছাইফুল ইসলাম (৩২) এর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে মোবাইল ফোনে কু প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন।এই অভিযোগের ভিক্তিতে উপজেলা নির্বাহী অফিসার জনাব,সালাউদ্দীন আহম্মেদ এর আদেশে আক্কেলপুর থানার ডিউটি অফিসার, শিক্ষক ছাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ভ্রামম্যান আদালতে নিয়ে আসেন।এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ঐ স্কুলের অনান্য শিক্ষক, ছাত্র,ছাত্রী সহ এলাকার জন সাধারন শিক্ষক ছাইফুল ইসলাম এর মুক্তির দাবিতে রাস্তায় র্র্যালী সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান ধর্মঘট করেন।আন্দোলনরত ছাত্র,ছাত্রী সহ সকল শিক্ষক খবর ৭১ কে জানান, এই অভিযোগ সম্পূর্ন মিথ্যা,ভিক্তিহীন ও চক্রান্তমুলক। স্থানীয় সুত্রে আরো জানা যায় শিক্ষক ছাইফুল ইসলাম এক জন আদর্শবান ও জন দরদি ব্যাক্তি ছিলেন এবং শিক্ষকতায় তিনি (আই,সি,টি)বিভাগীয় সম্মাননা পান।ছাত্র,ছাত্রীদের আন্দোলনে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব,সালাউদ্দীন আহম্মেদ, ছাইফুল ইসলামকে ছেড়ে দিতে বাধ্য হন।এবং তদন্ত করে ঘটনার সত্যতা জানতে শিক্ষা অফিসার সহ তিন জনের একটা তদন্ত কমিটি গঠন করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here