সৌদি রাজপ্রাসাদের কাছে ড্রোন ভূপাতিত

0
400

খবর৭১: সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের কাছে উড়ন্ত একটি ‘খেলনা ড্রোন’ভূপাতিত করেছে নিরাপত্তাবাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, দূর্ঘটনা এড়াতে ড্রোনটি ভূপাতিত করতে ব্যাপক গোলাগুলি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (২১ এপ্রিল) রিয়াদ পুলিশের একজন মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএকে বলেছেন, রাজপ্রাসাদের অদূরে খুজামা চেকপয়েন্টে নিরাপত্তাকর্মীরা অনুমোদন ছাড়াই একটি খেলনা ড্রোনকে উড়তে দেখে সেটিকে গুলি করে ভূপাতিত করেছে।

এসপিএর ওই প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছি কিনা তা এখনো কেউ নিশ্চিত করেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গোলাগুলির কারণে আলোকরশ্মি চারদিকে ছড়িয়ে পড়ছে। অবশ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্বীকার করেছে, তারা এটা নিশ্চিত হতে পারেননি ওই ভিডিওটি সঠিক কিনা।

বার্তাসংস্থা রয়টার্স সৌদি আরবেরএক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বলছে, ঘটনার সময় সৌদি আরবের বাদশা সালমান তার প্রাসাদে ছিলেন না।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে জেদ্দার রেড সী সিটির রাজপ্রাসাদে একজন বন্দুকধারী হামলা করে। এতে দুজন নিরাপত্তারক্ষী নিহত হন এবং তিনজন আহত হন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here