সৌদি থেকে সেনা সরিয়ে নেবে মালয়েশিয়া

0
244

খবর৭১: সৌদি আরবে মোতায়েন সেনাদের প্রত্যাহারের কথা বিবেচনা করছে মালয়েশিয়া। বুধবার রাতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ সাবু এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন বলে জানায় আল-জাজিরা। মালয়েশীয় সেনারা ইরান সমর্থিত ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মোহাম্মদ সাবু বলেন, ‘বিশ্বের প্রধান কোনও শক্তির রাজনৈতিক মতাদর্শের প্রতি আমাদের আনুগত্য নেই। কুয়ালালামপুর জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এবং এ জোটের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছে। মালয়েশিয়া সবসময়ই নিরপেক্ষ নীতি গ্রহণ করেছে।’

প্রসঙ্গত, মালয়েশিয়ার রাজনীতিতে বরাবরই প্রভাব বিস্তারের চেষ্টা করে সৌদি আরব। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ২০১৩ সালের নির্বাচনে জিতিয়ে আনতে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার দিয়েছিল রিয়াদ। ২০১৬ সালের জানুয়ারিতে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল মোহামেদ আফানদি এ তথ্য নিশ্চিত করেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here