সৌদি জোটের কুচকাওয়াজে হুতিদের ড্রোন হামলা

0
321

খবর৭১ঃ

ইয়েমেনের বন্দর নগরী এডেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক কুচকাওয়াজে ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইরানঘেঁষা হুতি বিদ্রোহীরা। সোমবার সকালে হুতিদের আল-মাসিরাহ টেলিভিশনে এমন দাবি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের আল হাদাস টেলিভিশন চ্যানেলে পরবর্তীতে সূত্রের উল্লেখ করে বলেছে, পশ্চিমাঞ্চলীয় এডেনে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

তবে এ বিষয়ে সৌদি আরব কিংবা দেশটির নেতৃত্বাধীন জোটের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেন, এডেনে তাদের সামরিক ছাউনিতে হামলা করা হলে সৌদি জোট তা ব্যর্থ করে দিয়েছে।

এ হামলার ঘটনায় সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি সৌদি আরবের শহরগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা।

বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে। প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান।

এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। জাতিসংঘ জানায়, গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ বেসামরিক লোক নিহত ও সাড়ে ১০ হাজারেরও বেশি আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here