সৌদি ও আমিরাত ইরানের কাছে ঋণী: রুহানি

0
276

খবর৭১ঃ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অস্তিত্ব আজ ইরানের কাছে ঋণী, কারণ ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে দু’দেশের ওপর হামলা করার ব্যাপারে আমি সাহায্য প্রত্যাখ্যান করেছিলাম।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এসব কথা বলেন হাসান রুহানি।

রুহানি বলেন, ইরান যদি তাদের যুক্তিসঙ্গত কারণে সাদ্দামের সহযোগিতা না করে ফেরত না আসত তাহলে আজ এসব দেশের কোনো চিহ্ন থাকত না।

১৯৯০ সালে ইরাক কুয়েতকে আক্রমণ করে। যার ফলে সাত মাসে ইরাক দেশটিকে দখল করে।

রুহানি বলেন, সৌদি প্রতিবেশী কুয়েতে আক্রমণ করার আগে সাদ্দাম ইরানকে বলেছেন, ইরাক ও ইরান পারস্য উপসাগরের সীমান্তে ৮০০ কিলোমিটার (৪৯৭ মাইল) ভাগ করবে।

পাশাপাশি সাদ্দাম কুয়েত, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার দখল করতে চেয়েছিলেন।

শিয়া ইরান এবং সুন্নি সৌদি আরব, ইয়েমেন থেকে সিরিয়ায় প্রক্সি যুদ্ধে জড়িত।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here