সৌদি আরবকে পরমাণু চুল্লি বানিয়ে দেবে যুক্তরাষ্ট্র

0
491

খবর৭১: সৌদি আরবকে পরমাণু চুল্লি বানিয়ে দেয়ার জন্য রিয়াদের সঙ্গে সহযোগিতা চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব মার্চের প্রথম দিকেই প্রথম পরমাণু চুল্লির বিষয়ে বিশেষ ঘোষণা দেবে।

সূত্র জানায়, সৌদি সরকার ১৬টি পরমাণু চুল্লি নির্মাণ করতে চায়। প্রথম দুটি চুল্লি নির্মাণকারীর নাম খুব শিগগিরি ঘোষণা করা হবে বলে জানা গেছে। এখন চুল্লি নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করার জন্য আমেরিকার সঙ্গে দেশটির আলোচনা চলছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন এক সিনেটর। ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সিনেটর এড মার্কারি বলেন, যেকোনো ধরনের চুক্তিই হোক না কেন তা অবশ্যই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি অনুসারে হতে হবে। এ চুক্তি পরমাণু অস্ত্র বানানোর পথ বন্ধ করবে।

সিনেটর মার্কারি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লেখা এক চিঠিতে বলেছেন, ‘এর আগে সৌদি আরবের সঙ্গে পরমাণু চুল্লি নির্মাণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কারণ সৌদি আরব দীর্ঘদিন ধরে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার কোনো প্রতিশ্রুতি দিতে চায়নি।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here